সোহেল রানা,শার্শা (যশোর) প্রতিনিধিঃ “খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় মুজিববর্ষ উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের চতুর্থ ম্যাচে কালিগঞ্জ ফুটবল একাদশ বনাম শাহজাদপুর ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধে টানটান উত্তেজনা ম্যাচে ৩ মিনিটের মাথায় শাহজাদপুর ফুটবল একাদশের ৭নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রাসেল হোসেনের গোলে দল এগিয়ে যায়। পরে ১০মিনিটের মাথায় কালিগঞ্জ ফূটবল দলের অধিনায়ক ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মোঃ রনির করা গোলে খেলায় সমতা ফিরে আসে।
খেলার দ্বিতীয়ার্ধে ২৭মিনিটের মাথায় কালিগঞ্জ ফুটবল একাদশের ২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় নাছরুল ইসলাম দ্বিতীয় গোল করে কালিগঞ্জ ফুটবল একাদশকে এগিয়ে নেন। টানটান উত্তেজনা ম্যাচে শাহজাদপুর ফুটবল একাদশের খেলোয়াড়রা গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে। কিন্তু গোল পরিশোধ করতে ব্যর্থ হলে কালিগঞ্জ ফুটবল একাদশ ২-১গোলে জয়লাভ করে। উক্ত খেলায় ফুটবলপ্রেমী শতশত দর্শক খেলা উপভোগ করেন।খেলা পরিচালনা করেন ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকরাম হোসেন, ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কাশিপুর বাজার কমিটির সভাপতি শরিফুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুমন, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, আব্দুর রাজ্জাক, আনিসুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
খেলা শেষে কালিগঞ্জ ফুটবল দলের অধিনায়ক মোঃ রনি সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় ডিহি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
Leave a Reply