ফারহানা আক্তার।।২৩ নভেম্বর সন্ধ্যায় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রিয় সভাপতি গোলাম রহমান-এর কুমিল্লায় আগমন উপলক্ষে ক্যাব কুমিল্লা জেলা কমিটির পক্ষ থেকে কুমিল্লা সার্কিট হাউজে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্যাব কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: মাহবুব মোর্শেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: মারুফ হাসান, ক্যাব-এর প্রচার সম্পাদক মো: শাকিল মোল্লা, ক্যাব সদস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন, সময় টিভির কুমিল্লা সংবাদদাতা বাহার রায়হান, সমতটের কাগজ-এর সম্পাদক-প্রকাশক জামাল উদ্দিন দামাল, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর কুমিল্লা জেলা শাখার সভাপতি নাগমা মোর্শেদ, ক্যাব-এর সদস্য নাজনীন তপা, সালমা আক্তার চৈতী, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, নাসিমা আক্তার, রোজিনা আক্তার, মায়া নাসরীন, সালমা ইসলাম এবং ফারজানা আক্তার।
সভায় প্রধান অতিথি ক্যাব-এর কেন্দ্রীয় সভাপতি ও দুদক-এর সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণে ক্যাব সারাদেশে যুগান্তকারী ভূমিকা রাখছে। কুমিল্লা জেলায় ক্যাব-এর কার্যক্রমকে আরও গতিশীল, বিস্তৃত ও শক্তিশালী করতে হবে। ভোক্তা অধিকার আইন এবং নিরাপদ খাদ্য আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে”। এ বিষয়ে তিনি জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ক্যাব কুমিল্লা জেলা কমিটিকে নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে ক্যাব কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক ও দর্পণ এর নির্বাহী পরিচালক মো: মাহবুব মোর্শেদ এর নেতৃত্বে ক্যাব কুমিল্লা জেলা কমিটির সদস্যবৃন্দ ক্যাব-এর কেন্দ্রীয় সভাপতি্ ও দুদক-এর সাবেক চেয়ারম্যান গোলাম রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।এছাড়াও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর কুমিল্লা জেলা শাখার সভাপতি নাগমা মোর্শেদসহ নারী উদ্যোক্তাগণ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply