নাজনীন তপা।। কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন রতনপুর এলাকায় সিএনজিতে করে মাদকদ্রব্য পরিবহনকালে ৪কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৮অক্টোবর দিবাগত রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রতনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে সিএনজিতে করে মাদকদ্রব্য পরিবহনের সময় প্রায় চল্লিশ হাজার টাকা সমমূল্যের ৪ (চার) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার টংগীরপাড় গ্রামের মৃত আমির হোসেন এর পুত্র মোঃ ইউসুফ (৩৮) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার টংগীরপাড় গ্রামের মোঃ শাহাজাহান এর পুত্র ইমান হোসেন (৩০)।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply