মারিয়াম পপি।। ৫ ডিসেম্বর বেসরকারী উন্নয়ন সংস্থা দর্পণ এর অপরাজিতা সম্মেলন কক্ষে কুমিল্লার সুযোগ্য সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসাইন আহসানুল কবীর মহোদয়ের চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার (পরিচালক) পদে পদোন্নতি জনিত বদলির কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসাইন আহসানুল কবীর। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কুমিল্লা জেলা শাখার সভাপতি নাগমা মোর্শেদ এবং দর্পণ এর নির্বাহী পরিচালক মোঃ মাহবুব মোর্শেদ।
স্বাগত বক্তব্য রাখেন দর্পণ এর নির্বাহী পরিচালক মোঃ মাহবুব মোর্শেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, রোটারিয়ান আনোয়ার হোসেন চৌধুরী, সমতটের কাগজের সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল, সমকালের ফটো সাংবাদিক এনকে রিপন, মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী নাসিমা আক্তার, এডভোকেট জাফর আলী এবং নারী উদ্যোক্তা সালমা ইসলাম নুপূর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্পণের সহকারী প্রকল্প পরিচালক নাজনীন আক্তার তপা। অনুষ্ঠানটি সার্বিক আয়োজনে সহযোগীতা করেন দর্পণের প্রজেক্ট ম্যানেজার সালমা আক্তার চৈতী, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা সোহাগী আক্তার এবং প্রোগ্রাম অর্গানাইজার মরিয়ম আক্তার পপি।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যাবার দিনে এ কথাটি জানিয়ে যেনো যাই, যা দেখেছি যা পেয়েছি তার তুলনা যে নাই’। রবি ঠাকুরের এই মর্ম কথাটিই ফু্টে উঠেছে তার বক্তব্যে।
Leave a Reply